এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আদেশ সাংবিধানিক দর্শনের বিরুদ্ধ! গুজরাত হাইকোর্টের তীব্র নিন্দায় সুপ্রিম কোর্ট
কোনও আদালতের উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আদেশ দেওয়া সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে। এদিন ঠিক এই ভাষাতেই গুজরাত হাইকোর্টের নির্দেশের তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। বিষয়টি ধর্ষণের শিকার একজনের একটি আবেদনের সঙ্গে সম্পর্কিত।
যাতে তার গর্ভধারণ বন্ধ করার অনুমতি চাওয়া হয়। সুপ্রিম কোর্টে বিষয়টি সোমবারের জন্য বিষয়টিতে তালিকাভুক্ত করার পরেও শনিবার হাইকোর্ট এব্যাপারে একটি আদেশ দেয়। তারপরেই সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য। হাইকোর্ট আবেদনকারীকে গর্ভপাতের অনুমতি না দিলেও, এদিন সুপ্রিম কোর্টের তরফে সেই অনুমতি দেওয়া হয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি