এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
লক্ষ্য বিধানসভা নির্বাচনে আগেরবারের থেকে বেশি আসনে জয়! বিজেপিকে 'অনুসরণ' করলেন তেলেঙ্গানার কেসিআর
নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা না করলেও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের একাংশের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। এবার সেই পথ অনুসরণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নির্বাচন কমিশন তেলেঙ্গানার ভোটের দিন ঘোষণা না করলেও, এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয় রাজ্যের ১১৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তিনি যে দুটি নির্বাচনী এলাকা গজওয়েল ও কামারেডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাও জানিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি