এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
কত শতাংশ অভিভাবকের কাছে শিশুদের বড় করার হাতিয়ার স্মার্টফোন? আর কোন কাজে ব্যবহার, কী বলছে সমীক্ষা
স্মার্ট ফোন যেন আজকালকার দিনে শিশুদের খেলার সঙ্গী। একেবারে ছোটদের ক্ষেত্রে অনেকেই কার্টুন দেখানোয় স্মার্টফোন ব্যবহার করে থাকেন। তবে স্মার্টফোন আসার আগে বাচ্চাদের কীভাবে বড় করা হত, সেই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। সম্প্রতি এক ফোন কোম্পানির সহযোগিতায় ওয়ানপোল.কম সমীক্ষায় প্রকাশ করেছে, বর্তমাব প্রজন্মের বাবা-মায়েরা তাদের সন্তানদের বড় করার জন্য স্মার্টফোনের ওপরে অনেক বেশি নির্ভরশীল। সমীক্ষায় ছয় বছর বা তার কম বয়সী প্রায় হাজার শিশুর থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি