ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী! তালিকায় আছে বাংলাও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী! তালিকায় আছে বাংলাও

একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী! তালিকায় আছে বাংলাও

ইতিমধ্যে একাধিক বন্দে ভারত পেয়েছে দেশ! যেগুলি বিভিন্ন রাজ্যের মধ্যে পরিষেবা দিচ্ছে। তবে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের 'রেল বিপ্লব' ঘটাতে চায় মোদী সরকার। আরও বেশ কয়েকটি রুটে ভারতের প্রথম এই সেমি বুলেটচালাতে চায় রেলমন্ত্রক । আর সেই লক্ষ্যেই কাজ করছে রেল। যার মধ্যে বেশ কয়েকটি রুট রয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি