এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
ট্রাম্প জানালেন, তিনি বৃহস্পতিবার গ্রেপ্তার হতে জর্জিয়া যাচ্ছেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে করা মামলার কার্যক্রমে সহায়তা করতে তিনি বৃহস্পতিবার জর্জিয়া অঙ্গরাজ্যের এক আদালতে আত্মসমর্পণ করবেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, 'আমি বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার জন্য জর্জিয়ার আটলান্টায় যাচ্ছি।'
সোমবার ট্রাম্পের আইনজীবী ও ফুলটন কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির মধ্যে সমঝোতা অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট একটি ২ লাখ ডলারের মুচলেকায় জামিন পাবেন। এই মুচলেকার শর্ত অনুযায়ী, তার বিরুদ্ধে বিচার চলাকালীন সময় তিনি মুক্ত থাকবেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো হুমকি দিতে পারবেন না।
মঙ্গলবার বিবিসি ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানায়।
গত ১৪ আগস্ট জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। এই অভিযোগের মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন।
তবে তিনি প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন।
ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফুলটন কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি