ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘প্রিয়তমা’র সাফল্যে গাড়ি পেলেন পরিচালক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

‘প্রিয়তমা’র সাফল্যে গাড়ি পেলেন পরিচালক

 ‘প্রিয়তমা’র সাফল্যে গাড়ি পেলেন পরিচালক

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয়তমা’ এখনো রাজত্ব করছে সিনেমা হলে। শাকিব খান অভিনীত এ সিনেমা ইতোমধ্যেই দেশের বাজারে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছবিটি মুক্তির পর এ পর্যন্ত প্রায় ৩৭ কোটি টাকা উপার্জন করেছে। ফলে সিনেমার এই দারুণ সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।

 বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল আশরাফ নিজেই। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে গাড়ির শো-রুমের একটি ছবি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে প্রযোজককে ম্যানশন দিয়ে লেখেন, ‘ধন্যবাদ  আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’

হিমেলের সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও নির্মাতা ও প্রয়োজকের এমন ভালো সম্পর্কের বেশ প্রশংসা করেছেন। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো কিছু ছবির প্রত্যাশা করেছেন তারা।

এদিকে এখনও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো ব্যবসাও করছে। গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে ‘প্রিয়তমা’। এরপর  ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে শাকিব খানের এই সিনেমা।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবী প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি