ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রাজ্যপালের 'জরুরি' বিধানসভা আহ্বান! সাংবিধানিক সংকট এড়াল মণিপুর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

রাজ্যপালের 'জরুরি' বিধানসভা আহ্বান! সাংবিধানিক সংকট এড়াল মণিপুর

রাজ্যপালের 'জরুরি' বিধানসভা আহ্বান! সাংবিধানিক সংকট এড়াল মণিপুর

 মণিপুর বিধানসভার পরবর্তী অধিবেশন বসতে চলেছে ২৯ অগাস্ট। মন্ত্রিসভার সুপারিশে রাজ্যপাল আনুসুইয়া উই সম্মতি দিয়েছেন। একদিন আগে এই সুপারিশ যায় রাজভবনে। এর ফলে সাংবিধানিক সংকট এড়াতে পারল উত্তরপূর্বের ওই রাজ্য। এব্যাপারে বিধানসভার সচিবালয় একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এদিন টুইট করে সিএমও-র তরফে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভাপতিত্বে মন্ত্রিসভা সোমবার ২৯ অগাস্ট পরবর্তী অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। ২১ অগাস্ট থেকে বিধানসভার অধিবেশন ডাকার সুপারিশ ৪ অগাস্ট রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। সেই সময় তা অনুমোদন দেওয়া হয়নি। কেন এই অনুমোদন মেলেনি তা অবশ্য অজানা রয়ে গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি