এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
চন্দ্রযান ৩-এর পিছনে র কী ভূমিকা জানেন? সাহায্য করছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিও
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আর তা সফল হলেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরমুকুটে উঠবে সাফল্যের নয়া পালক। তৈরি হবে নয়া ইতিহাস। বিজ্ঞানীরা বলছেন, চন্দ্রযান তিন সফল হলে মহাকাশ বিজ্ঞানের অজানা দিকগুলি সামনে চলে আসবে। তবে, ভারতের এই অভিযানে সমর্থন করেছে কিছু বিদেশি সংস্থা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি