এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
২০২৪-এ এনডিএ-কে কড়া টক্কর ইন্ডিয়ার, শেষ হাসি হাসবে কে জনমত সমীক্ষায় পূর্বাভাস
২০২৪ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বছর ঘুরলেই। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন থাকলেও সর্বত্রই আলোচনা ২০২৪-এর মহাযুদ্ধ নিয়ে। এবারও এনডিএ, নাকি এনডিএ-কে হারিয়ে উঠে আসবে ইন্ডিয়া জোট? এবার স্মল বক্স ইন্ডিয়ার জনমত সমীক্ষায় আভাস কার কপালে পড়বে বিজয় টিকা। এই জনমত অনুয়ায়ী ইন্ডিয়া বনাম এনডিএ-র লড়াই এবার জোরদার হবে এবং ত্রিশঙ্কু হবে লোকসভা। বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটও এবার ম্যাজিক ফিগার থেকে দূরে রয়ে যাবে। তবে এনডিও এবারও বিরোধী মহাজোট ইন্ডিয়ার থেকে বেশি আসন পাবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি