এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
গতি নিয়ন্ত্রণ না করা হলে ভেঙে পড়তে পারে চন্দ্রযান-৩, আশঙ্কার কথা শোনালেন ইসরোর বিজ্ঞানী
কাউন্ট ডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। কিন্তু এরই মধ্যে ইসরোর এক বিজ্ঞানী আশঙ্কার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, যদি চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে অবতরণের সময় ভেঙে পড়তে পারে সেটি। ইসরোর স্পেস অ্যাপলিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, বিক্রম ল্যান্ডারের যে গতি রয়েছে এখন সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভেঙে পড়তে পারে চন্দ্রযান-৩। তিনি বলেছেন সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে চলছে চন্দ্রযান-৩। সেই গতির সঙ্গে চাঁদের মাধ্যকর্ষণের সংঘাত তৈরি হতে পারে। ফলে যেকোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে। তাই চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি