ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পাকিস্তানে ক্যাবল কার দুর্ঘটনা: ১২০০ ফুট উপরে আটকা পড়া ৬ শিশুসহ ৮ জন উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

পাকিস্তানে ক্যাবল কার দুর্ঘটনা: ১২০০ ফুট উপরে আটকা পড়া ৬ শিশুসহ ৮ জন উদ্ধার

 পাকিস্তানে ক্যাবল কার দুর্ঘটনা: ১২০০ ফুট উপরে আটকা পড়া ৬ শিশুসহ ৮ জন উদ্ধার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার ৩৬৫ মিটার উচ্চতায় ক্যাবল কারের একটি তার ছিঁড়ে যায়। একটি তারে ঝুলে থাকা ক্যাবল কারটি থেকে প্রায় ১৫ ঘণ্টা পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্কুলে যেতে ক্যাবল কারটি ব্যবহার করত স্থানীয় শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে ক্যাবল কারে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির জরুরী পরিসেবা সংস্থার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, বিমান ও সেনাবাহিনী  এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

এই দুর্ঘটনার পর পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর সব জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ ক্যাবল কার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি