এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
মাইনাস ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খানাখন্দে ভরা ভূমি, চাঁদের দক্ষিণ মেরুতে পরতে পরতে রহস্য
চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সে। কিন্তু চাঁদের এই দক্ষিণ মেরু একেবারেই সহজ জায়গা নয়। বলছেন বিজ্ঞানীরা। যার কারণে বারবার ব্যর্থ হচ্ছে একাধিক দেশে। ভারত আগে ২ বার সেখানে পৌঁছতে পারেনি। কয়েকদিন আগে রাশিয়ার মুন মিশনও ব্যর্থ হয়েছে। কেন বারবার চাঁদের দক্ষিণ মেরুতে সব অভিযান ব্যর্থ হচ্ছে। এর নেপথ্যে রয়েছে সেখানকার পরিবেশ। প্রথমত কিছু অঙ্ক কষায় ভুল হয়েছিল ভারতের। চাঁদে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি নেই সেহেতু যে গতিতে চাঁদের দিকে ধেয়ে এসেছে আগের চন্দ্রযানগুলি তাতে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে ছিটকে বেরিয়ে গিয়েছে তারা। সেকারণে এবার বেশি করে সফট ল্যান্ডিংয়ে জোর দিচ্ছে ইসরো। ধীরে ধীরে চাঁদের মাটিতে অবতরণ করলে আর গতির বিপরীত প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তাতে ছিটকে বেরিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে না।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি