এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
চাঁদ অভিযান ভার্চুয়াল দেখবেন প্রধানমন্ত্রী মোদী, উত্তর প্রদেশে সন্ধে পর্যন্ত খোলা স্কুল
আজ বড় পরীক্ষা ভারতের। তৃতীয়বার চাঁদে অভিযান। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা দেশ। গতকাল থেকেই চন্দ্রযান-৩র চাঁদ অভিযানের সাফল্যকামনায় শুরু হয়ে গিয়েছে পুজো। আজ সেই বড় পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি দেখবেন চন্দ্রযান-৩র চাঁদ অভিযান। সকাল থেকেই গোটা দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজো-প্রার্থনা-নমাজ পাঠ। গতকাল পশ্চিমবঙ্গ থেকে থেকে শুরু করে একাধিক জায়গায় হয়েছে বিশেষ যজ্ঞ। আজ উত্তর প্রদেশে সন্ধে পর্যন্ত স্কুল খুলে রাখার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে স্কুলগুলিতে লাইভ দেখানো হবে চন্দ্রযান-৩র চাঁদে অবতরণ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি