এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
কাউন্ট ডাউন শুরু, আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরেই চাঁদের মাটিতে ইতিহাস লিখবে ভারত
আজ চাঁদের মাটিতে ইতিহাস লিখতে চলেছে ভারত। আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের মাটিতে ছোঁবে চন্দ্রযান-৩। সন্ধে ৬টার পরেই চাঁেদর মাটিতে পা রাখার কথা চন্দ্রযানের। এমনই হিসেব দিয়েছে ইসরো। গতকাল থেকেই তার সাফল্য কামনায় গোটা দেশে চলছে পুজো-যজ্ঞ-নমাজ পাঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবেন। তিনি এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। সেখান থেকেই দেশের এই বড় সাফল্যের অংশিদার হবেন তিনি। ইসরোর পক্ষ থেকে বিকেল ৫টা ২০ মিনিট থেকে লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়াও ভারতের একাধিক জায়গায় দেখানো হবে এই চাঁদ অভিযান।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি