ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পবিত্র মক্কায় ভারী বর্ষণ, কাবার পাশের টাওয়ারে বজ্রপাত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম

পবিত্র মক্কায় ভারী বর্ষণ, কাবার পাশের টাওয়ারে বজ্রপাত

 পবিত্র মক্কায় ভারী বর্ষণ, কাবার পাশের টাওয়ারে বজ্রপাত

 সৌদি আরবের পবিত্র মক্কায় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত দেখা দিয়েছে, এতে করে আজ বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে হজ যাত্রীরা প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা আল মুকাররামার আশপাশে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলিঝড় হতে পারে এবং এর প্রভাব জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদীনার কিছু অংশে পড়বে ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, হজযাত্রীরা প্রবল বাতাসের মধ্যে হারাম শরীফ তাওয়াফ করছেন। সে সময় পবিত্র কাবা শরীফের পাশের বিখ্যাত ঘড়ির টাওয়ারে বজ্রপাত হয়েছে। এই ঘটনার ভিডিও ব্যাপকভাবে শেয়ার এবং ভাইরাল হয়েছে।

মক্কার দক্ষিণে জেদ্দায় বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা গেছে। গত বছর, ভারী বর্ষণে মক্কা ও এর আশপাশে বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি