এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
রানী এলিজাবেথের নামে হচ্ছে ফরাসি বিমানবন্দরের নাম
বিবিসি জানিয়েছে, গত ২১ আগস্ট সোমবার উত্তর ফ্রান্সের লে টুকেট শহরের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নামে রাখার জন্য বর্তমান রাজা চার্লসের কাছ থেকে অনুমতি পেয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ আশা করছে, বিমানবন্দরের নতুন নাম ফ্রান্স এবং যুক্তরাজ্যের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিমানবন্দরটির নাম ‘লে টুকেট-প্যারিস-প্লেজ’ থেকে পরিবর্তন করে ‘এলিজাবেথ টু লে টুকেট-প্যারিস-প্লেজ’রাখা হচ্ছে। তবে বিমানবন্দরটির নতুন নাম উদ্বোধনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
গত বছরের ৮ সেপ্টেম্বর রানীর মৃত্যুর ছয় দিন পর ব্রিটিশ ক্রাউনের কাছে মূল প্রস্তাব দেওয়ার প্রায় এক বছর পর ব্রিটিশ রাজ প্রশাসন থেকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। ১৯৩০ এর দশকে ব্রিটিশদের স্বাগত জানানোর জন্য ফ্রান্সের উপকূলীয় শহরে বিমানবন্দরটি নির্মাণ করা হয়। দ্বিতীয় এলিজাবেথ শিশুকালে তৎকালীন রাজা অর্থাৎ তার চাচার সাথে অবকাশযাপনের জন্য এখানে এসেছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি