ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গান নকলের অভিযোগ অস্বীকার জাংকুকের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম

গান নকলের অভিযোগ অস্বীকার জাংকুকের

 গান নকলের অভিযোগ অস্বীকার জাংকুকের
বিটিএস তারকা জাংকুক

 টানা পাঁচ সপ্তাহ ধরে বিলবোর্ডের তালিকায় রাজত্ব করছে জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’। বর্তমানে ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকার শীর্ষে রয়েছে গানটি। এ দিকে আলোচিত এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। আর এ কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জাংকুক। তবে গান নকলের অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন এই গায়ক।

জানা গেছে, ১৯৯৯ সালে মুক্তি পায় কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’র আলোচিত গান ‘টাইম অব মাস্ক’র। আর এই গানটির সঙ্গেই জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে।  এ প্রসঙ্গে জাংকুকের এজেন্সি বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি সত্য নয়, এর কোনো ভিত্তি নেই।

গত ১৪ জুলাই প্রথমবারের মতো জাংকুকের একক গান ‘সেভেন’প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন জাংকুকের ভক্তরা। অল্প সময়ের ব্যবধানে বিটিএসের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেছে জাংকুকের এই গানটি। শুধু তাই নয়, স্পটিফাইয়ের ‘উইকলি টপ সং গ্লোবাল’ তালিকার শীর্ষে ছিলো ‘সেভেন’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি