ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিজের মাকে বিয়ে দিলেন অভিনেতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

নিজের মাকে বিয়ে দিলেন অভিনেতা

 নিজের মাকে বিয়ে দিলেন অভিনেতা

বাবা-মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া সবচেয়ে কষ্টকর সন্তানদের জন্য। উল্টো দিকে সন্তানের সুখের কথা চিন্তা করে বাবা-মা নিজেদের ভালো লাগা ভালোবাসার কথা ভুলে যান। নিজেদের আত্মত্যাগ করেন সন্তানকে একটু ভালো রাখার জন্য। তাই তো সন্তানদের উচিত বাবা-মায়ের খেয়াল রাখা। তাদের ভালো লাগা খারাপ লাগাকে অনুভব করা। এবার সেই কাজটি হাসিমুখে করলেন ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। নিজের মাকেই দ্বিতীয়বার বিয়ে দিলেন তিনি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

২৩ আগস্ট (বুধবার) নিজের ইনস্টাগ্রামে তার মা সীমা চন্দ্রশেখরের বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন সিদ্ধার্থ। সেখানে তার মাকে নতুন বরের সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে। এর ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘সেকেন্ড ইনিংস’-এর অভিনন্দন। তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবেছ। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে। তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানেরা সবসময় তোমার পাশে থাকবে।’

তিনি আরও লেখেন, ‘তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। আর এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ।’

এমন ব্যতিক্রমী ঘটনায় নেটমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সিদ্ধার্থ। অনেকে লিখেছেন, এমন আচরণ শুধুমাত্র সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।

ভারতের মারাঠি বিনোদন পাড়ায় সিদ্ধার্থ চন্দ্রশেখর বেশ পরিচিত। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। মারাঠি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ব্যবসা সফল ‘বেলে পান্ডিয়া’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, ছবিটি পরিচালনা ও এর গল্পও লিখেছেন সিদ্ধার্থ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি