ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফের বিয়ের কথা ভাবছেন সিমলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

ফের বিয়ের কথা ভাবছেন সিমলা

 ফের বিয়ের কথা ভাবছেন সিমলা

 সামসুন নাহার সিমলা ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। প্রথম সিনেমা দিয়েই অর্জন করেন জনপ্রিয়তা। এমনকি এই সিনেমার মাধ্যমেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে বর্তমানে ঢাকাই শোবিজে তিনি একেবারেই অনিয়মিত। অনেক দিন ধরেই নতুন সিনেমায় দেখা যায়নি তাকে।

জানা গেছে, সিমলা তার মাকে নিয়ে রাজধানীতে নিজস্ব ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে ঘুরতে যান গ্রামের বাড়িতে। মাঝে ২০১৮ সালে পলাশ নামের এক ব্যক্তিকে গোপনে বিয়ে করেন সিমলা। এর পরের বছরই একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। এরপর নায়িকার আর বিয়ের কথা শোনা যায়নি। এভাবেই দিন কাটছিল তার।

তবে ফের বিয়ের কথা ভাবছেন সিমলা। জানালেন, উপযুক্ত পাত্রের খোঁজ করছেন নায়িকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে সিমলা অভিনীত ‘দক্ষিণ দুয়ার’ নামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি