এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
আগামী ৫ বছরে মধ্যপ্রাচ্য হবে ইউরোপ, সৌদি হবে সকল ধর্মের জন্য উন্মুক্ত: যুবরাজ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস প্লাস সম্মেলনে এক বক্তব্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ৫ বছরে সৌদি আরব বিশ্বের কাছে সম্পূর্ণ অন্যরকম সৌদি আরব হিসাবে পরিচয় লাভ করবে। এখানে চরমপন্থী চিন্তা চেতনা নির্মূল করা হবে।
সালমান বলেন, আল্লাহর ইচ্ছায় এখন পরিবর্তনের সময় এসেছে। সৌদিকে পরিবর্তনের প্রতিশ্রুতি দিলাম। এটি আমার স্বপ্ন। এই স্বপ্নপূরণের আগে যেন আমার মৃত্যু না হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি