ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ওয়াগনার যোদ্ধাদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে : পুতিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ওয়াগনার যোদ্ধাদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে : পুতিন

 ওয়াগনার যোদ্ধাদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে : পুতিন

ওয়াগনার এবং অন্যান্য বেসরকারি সামরিক ঠিকাদারদের কর্মচারীদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ডিক্রিটি ইউক্রেনের সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী, সেনাবাহিনীকে সহায়তা করা এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে কাজ করা সবার জন্যই প্রযোজ্য।

তাৎক্ষণিকভাবে কার্যকর করা ওই ডিক্রিতে শুক্রবার (২৫ আগস্ট) স্বাক্ষর করেন পুতিন। এক বিমান দুর্ঘটনায় ওয়াগনার নেতাদের নিহত হওয়ার দুই দিন পর ওই ডিক্রি জারি করা হলো।

রুসিচ নামে পরিচিত ওয়াগনারের একটি কট্টর ডানপন্থী সাবইউনিট শনিবার (২৬ আগস্ট) বলেছে, তারা ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করছে।

রুসিচ একটি টেলিগ্রাম পোস্টে গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান পেট্রোভস্কিকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্ত করেছে। ইয়ান পেট্রোভস্কি ভিসা বিধি লংঘনের জন্য ফিনল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন এবং ইউক্রেনে প্রত্যর্পণের মুখোমুখি হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, জুন মাসে ওয়াগনারের বিদ্রোহের পর পুতিনের ওই ডিক্রি জারি তার কর্তৃত্ব পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ।

লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নাটিয়া সেসকুরিয়া বিবিসিকে বলেছেন, ‘ভবিষ্যতে তিনি যাতে আর কোনো সংকটের মুখোমুখি না হন, তা নিশ্চিত করতে পুতিন ওয়াগনারের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে চান।’

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং অন্যান্য নেতাদের বহনকারী একটি বিমান গত বুধবার বিধ্বস্ত হওয়ার পর ওয়াগনার যোদ্ধাদের সুস্পষ্ট নেতার অভাব থাকায় এই ডিক্রিটি জারি করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি