এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
‘সুদর্শন, চমৎকার’, ট্রাম্পের জেলে তোলা ছবি দেখে বললেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রে কোন অভিযুক্ত হওয়ার পর জেলে গেলে মুখের ছবি, হাতের ছাপ, ওজন, চোখের রঙ ও চুলের বর্ণনা রাখা হয় জেল রেকর্ডে। সূত্র: আনন্দবাজার।
নির্বাচনে কারচুপির দায়ে এবার জর্জিয়ার ফুনটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করলে ২ লাখ ডলারের ব্যক্তিগত বন্ডে জামিন নিয়েছেন নাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ২০ মিনিটের বেশি কারাগারে কাটাতে হয় ট্রাম্পকে। প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে, শক্ত মুখে ক্যামেরার দিকে তাকিয়ে ট্রাম্প। ভ্রু অল্প কুঁচকে, যাকে বলা হয় মাগ শট। আর তা প্রকাশও করে দেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ক্যালিফোর্নিয়ার সাউথ লেক টাহোতে ছুটি কাটাচ্ছেন। এ দিন ব্যায়ামের ক্লাস করে বেরিয়ে আসার সময়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি হেসে জানান, টেলিভিশনে ওই ছবি দেখেছেন। ট্রাম্প সুদর্শন এবং চমৎকার লোক বলে মন্তব্যও করেন বাইডেন।
অবশ্য এই ছবি ট্রাম্প নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ইতিমধ্যেই তৎপর। নিজেই নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি দিয়ে ‘ভোটের আগে রাজনৈতিক চাল’ বলে পাল্টা তোপ দেগেছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি