এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
ইন্টারন্যাশনাল লিগে চুক্তি বাতিল, বিপিএলে খেলতে চান বাবর আজম
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) ১৫ কোটি রুপির প্রস্তাব প্রত্যাখান করেছেন বাবর আজম। এর পরিবর্তে আসন্ন বিপিএলে খেলতে আগ্রহী পাকিস্তান অধিনায়ক। ক্রিকেট পাকিস্তান ইমেজ রাইটস ও অর্থ পরিশোধের শর্তে বনিবনা না হওয়ায় চুক্তি করা থেকে সরে এসেছেন বাবর, এমন দাবি করা হচ্ছে। তবে বিপিএলে কোন দলে খেলবেন এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এর আগে ২০১৭ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন বাবর।
বর্তমানে বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের একজন বাবর আজম। ওয়ানডেতে এক নম্বর বাকি দুই ফরম্যাটেও আছেন র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। পাকিস্তান দলের তিন ফরম্যাটের নেতৃত্ব ভারও তারই কাঁধে।
আপাতত আলোচনা এশিয়া ও বিশ্বকাপ নিয়ে চললেও ভিন্ন কারণে শিরোনামে এসেছেন পাকিস্তান অধিনায়ক। দেশটির গণমাধ্যমে খবর এসেছে, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ১৫ কোটি রুপির প্রস্তাব প্রত্যাখান করেছেন বাবর।
গত বছর আত্মপ্রকাশ করা লিগটির প্রথম আসরে অংশ নেয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটার। কারণ নিষেধাজ্ঞা ছিল পিসিবির। কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পিসিবি। টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী বছরের ১৯ জানুয়ারি। এরই মধ্যে বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটারকে টার্গেট করেছে লিগ কর্তৃপক্ষ।
বছর ৪ লাখ মার্কিন ডলারে শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ডেজার্ট ভাইপার্স। ইমেজ রাইটসের অর্থও পাবেন আলাদা করে। একই দলে খেলবেন তার জাতীয় দলের সতীর্থ শাদাব খান ও আজম খান। ডেভিড ওয়ার্নার, মার্ক উড, মার্টিন গাপটিলরাও ঝড় তুলবেন মরুর বুকে।
কিন্তু এই মিছিলে যোগ দেননি বাবর আজম। এক কারণও ব্যাখ্যা করেছেন অনেকে। সম্প্রতি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যেকোনো চুক্তি করার আগে কিছু শর্ত জুড়ে দেন। কোনো ধরণের টোব্যাকো, অ্যালকোহল ও বেটিংয়ের সঙ্গে সম্পর্কিত দলের হয়ে তারা খেলবেন না। এ কারণেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগে খেলতে আগ্রহী না তারা। বরং এই দুই তারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলতে আগ্রহী বলে গণমাধ্যমের খবর বলছে।
বিপিএলের সবশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। অবশ্য এই দুই তারকা আগেও বিপিএলে খেলেছেন। ২০১৭ আসরে সিলেট সিক্সার্সের জার্সিতে ৫টি ম্যাচ খেলেন বাবর। ৪ ইনিংসে প্রায় ৩০ গড়ে তার ব্যাট থেকে আসে ১১৭ রান। একই আসরে সিলেটে খেলেছিলেন রিজওয়ানও।
বাবর আজম বিপিএলে খেলতে চান এমন খবর আসলেও জানা যায়নি তার পছন্দের দলের নাম। যদিও অনেকে ধারণা করছেন, তার নতুন ঠিকানা হতে পারে রংপুর রাইডার্স। আগামী বছরের ১০ জানুয়ারি শুরু হতে পারে বিপিএলের পরবর্তী আসর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি