এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
যেসব সিরিয়াল দেখেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শিল্পী সত্ত্বার এবং শিল্পের প্রতি তার ভালোবাসার কথা অনেকেই জানেন। সংগীত ও অভিনয়শিল্পীদের বেশ কদরও করেন তিনি। তার দলেও রয়েছেন একাধিক তারকা। এবার জানা গেল, সারাদিন কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত টেলিভিশন সিরিয়াল দেখেন তিনি। বিশেষ করে কোন সিরিয়ালগুলো একদমই বাদ দেন না, তাও জানিয়েছেন।
সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে এসব তথ্য জানান তিনি। মমতা জানান, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, ‘রামপ্রসাদ’, ‘গাঁটছড়া’, ‘নিম ফুলের মধু’, ‘হরগৌরী পাইস হোটেল’-নামের ধারাবাহিকগুলোর প্রত্যেকটা পর্বই তিনি দেখেছেন। শুধু সিরিয়ালের নামই বলেননি তিনি, বেশিরভাগের গল্প ও মজার দৃশ্যের কথাও বলেছেন তিনি।
মমতা বলেন, ‘বাংলা মিডিয়াম থেকে ইষ্টি কুটুম সবই দেখি। অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে। সিরিয়ালগুলো একদিন না দেখতে পেলে ভাবতে থাকি পরের দিন কী দেখাবে।’
নির্মাতা ও শিল্পীদের উদ্যেশে তিনি মজা করে বলেন, ‘আর একটা জিনিস তো আপনাদের আছেই। একজনের তিন বিয়ে হচ্ছে। আরেকটা কূটকচালি থাকবেই। নেগেটিভ রোল। পজেটিভটাকে নেগেটিভ করে দেওয়া, সিরিয়ালটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আর কেউ যদি চলে যায় তাকে মেরে দেওয়া। এসব আমি দেখলেই বুঝতে পারি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি