এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
তদন্তকারী অফিসার দ্বিচারী! দিল্লি হিংসা নিয়ে মামলা পাঠানো হল পুলিশ কমিশনারের কাছে
উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালে হিংসার ঘটনার তদন্তকারী অফিসারকে দ্বিচারী অ্যাখ্যা দিয়ে মামলাগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ কমিশনারর সঞ্চয় অরোরার কাছে। পাশাপাশি ওই তদন্তকারী আধিকারিকের আচরণের মূল্যায়নেরও নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। তদন্তে গাফিলতির অভিযোগ করে অতিরিক্ত দায়রা জজ পুলস্ত্য প্রমাচালা তদন্তকারী অফিসারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে কোনও তদন্তকারী কর্তার ভিন্ন ভিন্ন প্যারামিটার গ্রহণের কোনও যৌক্তিকতা তিনি খুঁজে পাচ্ছেন না। আদালতের তরফে তদন্তকারী অফিসারকে প্রমাণের ক্যালেন্ডার তৈরি করতে সময় দেওয়া হলেও গাফিলতি করা হয়েছে বলে অভিযোগ করেছে আদালত।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি