ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড দেখে মাঠে ছাড়লেন নারিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড দেখে মাঠে ছাড়লেন নারিন

 ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড দেখে মাঠে ছাড়লেন নারিন

 চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যুক্ত হয়েছে নতুন নিয়ম। ফুটবলের মতোই ক্রিকেটেও ব্যবহার করা হচ্ছে লাল কার্ড। এবার প্রথম ক্রিকেটার হিসাবে লাল কার্ড দেখে ইতিহাস গড়েছেন সুনীল নারিন। আম্পায়ারের নির্দেশে মাঠের বাইরে যেতে হলো নাইট রাইডার্সের এই ক্রিকেটারকে।

রোববার সেন্ট কিট্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে মন্থর বল করে নাইট রাইডার্স। ফলে শেষ ওভারের আগে দলের অধিনায়ক কাইরন পোলার্ডকে আম্পায়ার নির্দেশ দেন এক জন ক্রিকেটারের নাম জানাতে যাকে তিনি লাল কার্ড দেখাবেন। পোলার্ড নারিনের নাম বলেন। তার পরে নারিনকে লাল কার্ড দেখান আম্পায়ার। তাকে মাঠের বাইরে যেতে হয়। শেষ ওভারে ১০ জন ফিল্ডার নিয়ে খেলতে হয় নাইটদের। তার আগে অবশ্য ৪ ওভার বল করে ফেলেছিলেন নারিন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই ডান হাতি স্পিনার।

টি-টোয়েন্টি ম্যাচে একটি ইনিংস শেষ করার জন্য ৮৫ মিনিট করে সময় বরাদ্দ থাকে। এই হিসাবে বোলিং দলকে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১৭তম, ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৮তম, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯তম ওভার শেষ করতে হবে। সময়ের মধ্যে ওভার শেষ হচ্ছে কি না সে দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছিলেন মাইকেল। সেটাই দেখা গেল নাইট রাইডার্সের ম্যাচে। খেসারত দিতে হলো নারিনকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি