এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে অনিশ্চিত লিটন দাস
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন। প্রথম প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে এখনো অনিশ্চিত টাইগার ওপেনার লিটন কুমার দাস। রোববার দলের সঙ্গে দুপুর ১২টা ৫৫ মিনিটের কলম্বোর ফ্লাইটে উঠার কথা ছিলো লিটনের। বিমানবন্দরে সবাই অপেক্ষাও করছিলেন তার জন্য। কিন্তু শেষ মুহূর্তে ফোন করে লিটন জানিয়ে দেন, তিনি আসতে পারছেন না।
সোমবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনো জ্বর আছে লিটনের। তাই আজও শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না এই ওপেনারের। ডে বাই ডে দেখবো আমরা। এরপর যখন মনে করবো ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব।
লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আগের লিটনের এমন অসুস্থতা সাকিবদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তামিমের অনুপস্থিতিতে ওপেনিং বাংলাদেশের একমাত্র ভরসার জায়গা লিটন দাস। তবে প্রথম ম্যাচে তিনি এখনো অনিশ্চিত।
বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে লঙ্কানদের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের বাধা উৎরে গেলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি