ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর ২ সপ্তাহ সময় পাচ্ছেন উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর ২ সপ্তাহ সময় পাচ্ছেন উইলিয়ামসন

 বিশ্বকাপের প্রস্তুতির জন্য আর ২ সপ্তাহ সময় পাচ্ছেন উইলিয়ামসন

গত এপ্রিলে আইপিএলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। বিশ্বকাপের আগে নিজকে ফিট করে তুলতে আর দুই সপ্তাহ সময় পাচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপরই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলটির কোচ গ্যারি স্টেড।

নিউজিল্যান্ড কোচ বলছেন, দল ঘোষণা করার জন্য এখন থেকে আর সপ্তাহ দুয়েক সময় আছে। আমরা তাকে সবটুকু সুযোগই দিতে এবং এই সময়ের পুরোটা কাজে লাগাতে চাই। সে এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। নেটে ব্যাটিং করছে, যা দারুণ ব্যাপার। বেশ ভালোভাবেই অগ্রগতি হচ্ছে তার।

তিনি বলেন, এটাও বলতে হবে, আমরা তাকে যেখানে দেখতে চাই, সেখানে যেতে হলে এখনও অনেক কাজ বাকি আছে তার। নিউজিল্যান্ড কোচ স্টেড বললেন অবশ্যই তারা উইলিয়ামসনকে বিশ্বকাপে চান। তবে সেই চাওয়া পূরণ করতে গিয়ে এই ব্যাটারের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলতে চান না তিনি।

বাস্তবতার কথা তুলে ধরে স্টেড বলেন, হ্যা, অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। তবে বৃহত্তর ছবিটাও ভাবনায় রাখতে হবে। কেন উইলিয়ামসনকে তার ক্যারিয়ারের বাকি সময়টায় আমরা ফিট দেখতে চাই।

স্টেড আরও বলেন, তার এবং আমার মধ্যে একদম খোলামেলা আলোচনা হবে যে, আসলে ঠিক কোন অবস্থায় সে আছে। দলের জন্য সেরা পথটা যেমন ভাবতে হবে, তেমনি দীর্ঘ মেয়াদে কেন উইলিয়ামসন ও তার ক্যারিয়ারের জন্য কোনটি সবচেয়ে ভালো, সেটিও ভাবনায় রাখতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি