ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইডি পৌঁছে গেল মুখ্যমন্ত্রী রাজনৈতিক পরামর্শদাতার কাছে! অর্থ তছরুপের অভিযোগে OSD কে জিজ্ঞাসাবাদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

ইডি পৌঁছে গেল মুখ্যমন্ত্রী রাজনৈতিক পরামর্শদাতার কাছে! অর্থ তছরুপের অভিযোগে OSD কে জিজ্ঞাসাবাদ

ইডি পৌঁছে গেল মুখ্যমন্ত্রী রাজনৈতিক পরামর্শদাতার কাছে! অর্থ তছরুপের অভিযোগে OSD কে জিজ্ঞাসাবাদ

শুধু পশ্চিমবঙ্গেই নয়, ইডি আর্থিক তছরুপের মামলায় একাধিক রাজ্যে তদন্ত চালাচ্ছে। সেরকমই এক মামলায় ইডি সোমবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের রাজনৈতিক উপদেষাট এবং একজন ওএসডিকে জিজ্ঞাসাবাদ করেছে। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে। এদিন পিএমএলএ-এর অধীনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের রাজনৈতিক উপদেষ্টা বিনোদ ভার্মা এবং অফিসার অন স্পেশাল ডিউটি মনীশ বাঞ্চোরের বিবৃতি রেকর্ড করে। গত সপ্তাহে ইডি এই দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এরপর তাঁদেরকে ইডির অফিসে যেতে বলা হয়েছিল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি