এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
ট্রাম্পের নির্বাচন মামলা পরবর্তী শুনানি ৪ মার্চ, আপিলের পরিকল্পনা
২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর নিজে ক্ষমতায় বহাল থাকতে ঘোষিত ফলাফল নস্যাত করতে ট্রাম্পের অপরাধমুলক কর্মকান্ড সম্পর্কিত অভিযোগের শুনানি শুরুর এ তারিখ ঘোষণা করেছেন একজন ফেডারেল বিচারক। ওয়াশিংটনে এ শুণানী অনুষ্ঠিত হবে। মার্কিন ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান বলেন, এসব ঘটনার দ্রুত ও সুষ্ঠু নিস্পত্তি দেখার অধিকার জনগণের রয়েছে।
ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য তার বিরুদ্ধে আনীত ফৌজদারি অভিযোগ সম্পর্কিত মামলার শুনানি শুরু হবে ২০২৪ সালের মার্চে, যাতে তিনি উপস্থিত থাকবেন।ট্রাম্পের বিরুদ্ধে যে চারটি ফৌজদারি মামলা রয়েছে তার একটি হল এ মামলা।
সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এসব অভিযোগের বিরুদ্ধে আপীল করবেন। তবে তিনি কখন এবং কিভাবে এ আপীল করবেন তা জানাননি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি