ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

এশিয়া কাপের আগে নতুন লুকে ভারতের ক্রিকেটাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

এশিয়া কাপের আগে নতুন লুকে ভারতের ক্রিকেটাররা

 এশিয়া কাপের আগে নতুন লুকে ভারতের ক্রিকেটাররা

বুধবার থেকে শুরু হবে এশিয়া কাপের ১৬তম আসর। এরপরই মাঠে গড়াবে বিশ্বকাপের মেগা আসর। তাই পরের দুইমাস হয়তো সেলুনের মুখই দেখা হবে না ভারতীয় ক্রিকেটারদের। প্রথমত এশিয়া কাপ, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আর তারপরেই বিশ্বকাপের বড় আসর। ক্রিকেটের বাইরে মন দিবে এমন সময় কই আছে ভিরাট কোহলি- জাসপ্রীত বুমরাহদের। চুলে ছাঁট দেওয়াসহ বাকি বিষয়টা তাই এখনই শেষ করে রাখছেন ক্রিকেটাররা।

ভিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহদের সঙ্গে নতুন লুকে হাজির হয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো তিলক ভার্মা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল হয়েছে তাদের নতুন লুক।

তিনজন অবশ্য একই জায়গায় যাননি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুমরাহ এবং তিলক মুম্বাইতে বিখ্যাত স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে তাদের চুলের স্টাইল করিয়েছিলেন। কোহলি অবশ্য বরাবরই বেঙ্গালুরুতে চুলের স্টাইল করান। স্টাইলের জন্য বেশ খ্যাতি আছে এই ভারতীয় তারকার। গতকালও তাকে দেখা গেল একেবারেই ভিন্ন এক স্টাইলে।

বিশ্বকাপের আগে নিজেদের হাতে সময় নেই। সবকিছু ছাপিয়ে এসব নতুন লুক মূলত মনোযোগ ফিরিয়ে আনার উপলক্ষ্য মাত্র। পরের দুই মাস যেন ক্রিকেটেই মনোযোগ দিতে পারেন, সেই চেষ্টাই করছেন ক্রিকেটাররা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি