ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বুর্জ খলিফায় জওয়ান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

বুর্জ খলিফায় জওয়ান

 বুর্জ খলিফায় জওয়ান

বলিউড অভিনেতা শাহরুখ খানের সিনেমার ভারতের বাইরে সবথেকে বেশি চাহিদা দুবাইয়ে। আবারো মিললো তার প্রমাণ। সোমবার (২৮ আগস্ট) বুর্জ খালিফার দেওয়াল জুড়ে দেখা গেলো ‘জওয়ান’ সিনেমার পোস্টার। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন শাহরুখ। আর সেখানে তিনি জানান, ৩১ আগস্ট বুর্জ খলিফায় মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার।

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী সিনেমা জওয়ানের দিকে নজর ছিল সবার। ইতোমধ্যে সিনেমার ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। আর তাতেই উত্তাল শাহরুখভক্তরা। কিং খানের অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছেন তারা।

শোনা যাচ্ছে, সিনেমায় একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। সিনেমার একটি জায়গায় ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। ‘পয়দা হোক’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। সিনেমায় এনজিএসের রেফারেন্স দেওয়া হয়েছিল। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জওয়ান সিনেমায় শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে। এছাড়াও সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি ও সানিয়া মালহোত্রা প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি