ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

সৌদি আরবকে এশিয়ান কাপ উপহার দিতে চান মানচিনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

সৌদি আরবকে এশিয়ান কাপ উপহার দিতে চান মানচিনি

 সৌদি আরবকে এশিয়ান কাপ উপহার দিতে চান মানচিনি

সৌদি আরবের সদ্য নিয়োগপ্রাপ্ত ফুটবল কোচ রবার্তো মানচিনি এই আশা প্রকাশ করেছেন। ইতালিয়ান দলের দায়িত্ব ছাড়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে সোমবার সৌদি আরব জাতীয় দলের সঙ্গে আকর্ষণীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন মানচিনি।

ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচকে সোমবারই গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে সৌদি আরব। ২০২৬ বিশ্ব কাপের পরেও কোচ হিসেবে তাকে ধরে রাখতে চায় সৌদি আরব। সে কারনেই সবুজ জার্সিধারীদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছেন মানচিনি।

এর আগে অবশ্য মানচিনি স্বীকার করেছেন ইতালি ছাড়ার পিছনে সৌদি আরবের প্রস্তাব দায়ী নয়। বার্ষিক ২৫ মিলিয়ন ডলারে তিনি সৌদির সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে কাতারে এশিয়ান কাপে সৌদি আরবের সম্ভাবনা প্রসঙ্গে মানচিনি বলেছেন, ‘আমি যাদুকর নই। ২৭ বছর পর প্রথমবারের মত এশিয়ান কাপ জয়ই আমাদের মূল লক্ষ্য। আমাদের হাতে আর  চার মাস সময় আছে। এর মধ্যে চারটি প্রীতি ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ আছে। এরপর এশিয়ান কাপের প্রস্তুতির জন্য আমাদের হাতে ২০ দিন সময় থাকবে। আমরা জানি সেখানে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মত বড় দল রয়েছে। কিন্তু আমি নিশ্চিত সেখানে আমরা যেতে পারবো ও শিরোপা জয়ে সর্বোচ্চ চেষ্টা করবো।’

৫৮ বছর বয়সী মানচিনিকে সৌদি আরব নিয়োগ দেবার মাধ্যমে আরো একটি বড় চুক্তি সম্পন্ন করেছে। ইতোমধ্যেই দেশটির পেশাদার লিগের শীর্ষ চার ক্লাব বেশ কিছু শীর্ষসারির ইউরোপীয়ান খেলোয়াড়কে দলে ভিড়িয়ে আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সৌদিতে আসার একদিন পরেই মানচিনি রিয়াদে আসেন। এর আগে এখানকার লিগে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমাদের মত তারকারা।

সৌদি আরব বর্তমানে বিশ্বর‌্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে আছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনে তাদের কয়েকটি প্রতিপক্ষের তুলনায় অবস্থান অনেকটাই নীচে। গত বছর প্রথমবারের মত মঠে নামা সৌদি আরবের নারী দলটি বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে ১৮৬টি দলের মধ্যে ১৭২তম স্থানে রয়েছে।

গত বছর কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তৎকালীণ কোচ হার্ভে রেনার্ডের অধীনে আর্জেন্টিনাকে পরাজিত করে আলোচনায় আসে সৌদি আরব। পরবর্তীতে রেনার্ড সৌদির দায়িত্ব ছেড়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি