এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
অপেক্ষা শুধু মোদীর সবুজ সঙ্কেতের! বড় আপডেট বাংলার বন্দে ভারত নিয়ে
একবার নয়, একাধিকবার ট্রায়াল রানে সফল পাটনা-হাওড়া বন্দে ভারত! এখন শুধু চূড়ান্ত পরিষেবা পাওয়ার অপেক্ষা। রেল সূত্রে জানা গিয়েছে, কমার্শিয়াল ভাবে পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত পরিষেবা শুরু করতে সবুজ সঙ্কেত দেবে রেল বোর্ড। আর সেই অপেক্ষাই করা হচ্ছে। ট্রেনের উদ্বোধনের জন্যে ইতিমধ্যে পিএমও দফতরেও সময় চাওয়া হয়েছে বলে খবর। পাটনা-হাওড়া রুটেপরিষেবা চালু করা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। গত ৫ অগাস্ট এই রুটে প্রথম ট্রায়াল রান হয়। এরপর ১২ অগাস্ট ফের একবার ট্রায়াল রান হয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি