ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

৮ বছরে রেকর্ড কম বৃষ্টি, শুষ্কতম বর্ষা কাটাচ্ছে গোটা দেশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম

৮ বছরে রেকর্ড কম বৃষ্টি, শুষ্কতম বর্ষা কাটাচ্ছে গোটা দেশ

৮ বছরে রেকর্ড কম বৃষ্টি, শুষ্কতম বর্ষা কাটাচ্ছে গোটা দেশ

 দেরিতে এসেছে বর্ষা । তার উপরে আবার বৃষ্টিতে ঘাটতি। জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত দেশের অধিকংশ রাজ্যে যে বৃষ্টি পাত হয়েছে তাতে বর্ষার পর্যাপ্ত হয়েছে বলা যায় না। যদিও আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছিল এবারে নাকি বর্ষায় স্বাভাবিক বর্ষণই হবে। কিন্তু গত তিন মাসের বৃষ্টির রিপোর্ট বলছে অন্যকথা। সেপ্টেম্বরে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে বর্ষা। তার আগে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। দাবি করা হচ্ছে গত চলতি বছরে যে বর্ষার বৃষ্টি হয়েছে তা গত ৮ বছরে রেকর্ড কম। এলনিনোই নাকি তার অন্যতম কারণ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি