এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৩, ১২:০৮ পিএম
নাইজার সংকট নিরসনে আলজেরিয়ার প্রস্তাব
নাইজারে সামরিক জান্তার ক্ষমতা গ্রহণের ফলে দেশটিতে যে সংকট দখা দিয়েছে তা নিরসনে ৬ মাস সময় দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে আলজারিয়া।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমদ আত্তাফ প্রতিবেশী নাইজারে বেসামরিক সরকার প্রতিষ্ঠার জন্য ৬ মাসের অন্তবর্তীকালীন সময় দেওয়ার এ প্রস্তাব দিয়েছেন। তিনি সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশগুলো সফর করেছেন। আত্তাফ বলেন, অঞ্চলটির অধিকাংশ দেশই নাইজারে সংকট নিরসনে সামরিক হস্তক্ষেপ করার বিরোধিতা করেছে। তিনি আরো বলেন, একজন অসামরিক ব্যক্তির নেতৃত্বে এ অন্তবর্তীকালীন সময় দেশটি পরিচালিত হবে।
আত্তাফ বলেন, নাইজারে অভ্যুত্থানের পরই আলজেরিয়া দেশটির সংকট নিরসনে ৬ দফা প্রস্তাব পেশ করে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানি তিনি।
গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের বাণিজ্যিক জোট ইকোয়াসে সেনাপ্রধানরা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে আলোাচনার জন্য ঘানায় বৈঠকে বসেন।
নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরোধী আলজেরিয়া ২০১১ সালে গাদ্দাফী বিরোধী গণঅভ্যুত্থানের সময় ন্যাটোর সামরিক হস্তক্ষেপের ফলে লিবিয়ার যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তুলে ধরেছে।
আত্তাফ বলেছেন, আলজেরিয়ার কর্মকর্তারা সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক নেতার সঙ্গে তিন বার আলোচনা করেছেন। তিনি অবশ্য তিন বছরের অন্তবর্তীকালীন সময় চেয়েছেন।
এ শান্তি উদ্যোগের অংশ হিসেবে আলজেরিয়া সাংবিধানিক ব্যবস্থা পুণপ্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগে একটি সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা করবে। যাতে সংকটের উভয়পক্ষের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। এ ছাড়া আলজেরিয়া সাহেল অঞ্চলের উন্নয়নের বিষয়েও একটি সম্মেলনের আয়োজন করতে চায়। তবে এসব উদ্যোগের বিস্তারিত জানানো হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি