এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
গ্যাবনে সেনা অভ্যুত্থান, নির্বাচনের ফল বাতিল ও সীমান্ত বন্ধ ঘোষণা
নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণার সময় সেনারা বলেছেন, প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান বিলুপ্ত করা হয়েছে।
গ্যাবনের রাজধানী লিব্রেভিলিতে বুধবার (৩০ আগষ্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে একদল সেনা উপস্থিত হয়ে ‘বর্তমান সরকারের শাসন অবসান ঘটানোর কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলও বাতিল ঘোষণা করেন। এ নির্বাচনে প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনদিম্বা জয়ী হন।
যখন এ ঘোষণা দেওয়া হচ্ছিল তখল গ্যাবনের রাজধানী লিব্রেভিলি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল বলে এএফপির একজন সাংবাদিক জানান।
টিভি চ্যানেল গ্যাবন টুয়েন্টি ফোরে একজন সেনা বলেন, আমরা শান্তির জন্য বর্তমান শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, তিনি কমিটি ফর দ্য ট্রাঞ্জিশন এন্ড রেস্টোরেশন অফ ইনস্টিটিউশন্স এর পক্ষ থেকে এসব কথা ঘোষণা করছেন। তিনি বলেন, গত ২৬ আগষ্টের নির্বাচনের ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করা হলো। তিনি দেশের সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। গ্যাবন-১ রাষ্ট্রীয় টেলিভিশনেও তাদের বিবৃতি প্রচার করা হয়।
গ্যাবনে অভ্যুত্থানকারীদের মধ্যে রিপাবলিকান গার্ড বাহিনী, নিয়মিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি