এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
লিটনের পরিবর্তে এশিয়া কাপে সুযোগ পেলেন বিজয়
আগামীকাল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে আগে অসুস্থ লিটন দাসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজই দলের সঙ্গে যোগ দেবেন বিজয়।
এর আগে জ্বরের কারণে সাকিবদের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন। ধারণা করা হচ্ছিলো প্রথম ম্যাচে না খেললেও পরের ম্যাচ গুলোতে অংশ নিবেন এই ওপেনার ব্যাটার। তবে শেষ পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন, এতে কপাল খুলেছে এনামুল হক বিজয়ের।
সর্বশেষ ডিপিএলে বিজয়ের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান এসেছিল। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে ছিলেন তিনটি হাফসেঞ্চুরিও। ৯৭.৩১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন বিজয়। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি। কদিন আগে জানা যায়, শৃঙ্খলা ভঙের দায়ে ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে।
অবশেষে লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে ডানহাতি এ ব্যাটারের। ফলে দ্রুতই শ্রীলংকার বিমান ধরবেন বিজয়। এদিকে সবশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। মোহাম্মদ সিরাজদের বিপক্ষে সেই সিরিজে তিন ম্যাচে সব মিলিয়ে ৩০ রান করেছিলেন অভিজ্ঞ এ ব্যাটার।
এর আগে জিম্বাবুয়ে সফরে দুটি হাফসেঞ্চুরি করলেও ভারতের বিপক্ষে ভালো করতে না পারায় বাদ পড়তে হয় বিজয়কে। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১৩৮ রান করে লিস্ট এ’ টুর্নামেন্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়েছিলেন বিজয়। সেই পারফরম্যান্সই তাকে ২০১৯ সালের পর জাতীয় দলে ঢুকতে সহায়তা করেছিল।
বিজয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি