এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি পেলেন বাবর আজম
নেপাল-পাকিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
প্রথমে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দুই পাক ওপেনার ফাখার জামান ও ইমাম-উল-হক। ফাখার (১৪) ও ইমাম (৫) রানে আউট হলে বাবরকে সঙ্গ দেন রিজওয়ান।
তবে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৫০ বলে ৪৪ রান করে সাঁজঘরে ফেরেন রিজওয়ান। তবে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন বাবর। সেই সঙ্গে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পান এই ডান হাতি ব্যাটার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি