ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

শরীয়তপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩০ মে, ২০২২, ০৩:০৫ পিএম

শরীয়তপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে  সোমবার বেলা সাড়ে ১১টায় ধানুকা পানি উন্নয়ন বোর্ড মাঠের নিকট এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলেল আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহসভাপতি আঃ মান্নান মাদবর এর সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারন সম্পাদক আঃ জব্বার  খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দরে সহসাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সি। জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ,যুবনেতা মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক মাসুদ কাজি, যুবদলের নেতা আলী আজম ফকির,পৌর যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বেপারী, যুবদলনেতা আলমগীর সিকদার, হান্নান খান, তোফাজ্জেল হোসেন, ওবায়দুর রহমান খান, সোহাগ শরীফ,ছাত্রদলের নেতা রাসেল মোল্যা, আল ইসলাম সরদার ,ইসহাক সরদার, সোহেল তালুকদার, ফারুক খান,আল ইসলাম, রফিকুল ইসলাম শাওন, তারিকুল ইসলাম, আবিদ খান ও সাব্বির আহম্মেদ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মাদবর ,কুদ্দুছ মোড়ল সহ অনেকে। 

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত শেষে গনভোজের আয়োজন করা হয়। সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ,তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন অপু সহ সকল রাজবন্ধীদের মুক্তি দাবী করেন।