ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনে ২ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ইউক্রেনে ২ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত

 ইউক্রেনে ২ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত

 ইউক্রেনে রাশিয়ার দখলকৃত বাখমুতে একটি মিশনে যাওয়ার সময় গত মঙ্গলবার ক্রামাতোর্সকে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টার দুটি ছিল এমআই-৮ হেলিকপ্টার। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত বছর রাশিয়ার হামলার পর বাখমুতে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে। রুশ বাহিনীর গুলিতে হেলিকপ্টার দুটি ভূপাতিত হয়েছে কিনা ইউক্রেনের সূত্র তা জানায়নি।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন, ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি