ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভ, নিহত অন্তত ৮


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভ, নিহত অন্তত ৮

 কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভ, নিহত অন্তত ৮

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভের সময় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন বিক্ষোভকারী এবং একজন পুলিশ। তবে অবশ্য জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৮জন নিহত হয়েছেন। এরমধ্যে দুই সেনা ও এক পুলিশ রয়েছে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বছরের পর বছর ধরে চলে আসা সহিংসতার প্রতিবাদে বুধবার (৩০ আগষ্ট) দেশটির পূর্বাঞ্চলের গোমা  শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০২২ সাল থেকেই জাতিসংঘের মনুস্কো মিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে দেশটির নাগরিকরা।

প্রতিবাদ-বিক্ষোভের আয়োজকরা অবশ্য বুধবারের এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী ও পুরুষরা লাঠি ও পাথর দিয়ে একজন পুলিশকে মাটিতে ফেলে মারধর করছেন। কঙ্গোলিজ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সহিংসতার ঘটনায় ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে মনুস্কো তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভের ফলে গোমা এবং বুটেম্বো শহরে ১৫ জনেরও বেশি মানুষের নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে তিনজন ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী সেনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি