মো. মুগনিউর রহমান মনি, শেরপুর প্রকাশিত: ৩০ মে, ২০২২, ০৪:০৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি, সম্ভাব্য বিএনপি দলীয় প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ অসহায়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ ৩০ মে সোমবার দুপুরে পৌরসভা ঈদগা মাঠে উপস্থিত শতাধিক দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় শেরপুর জেলা বিএনপি নেতা সামছুজ্জামান রিপন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম জুন, জেলা তাতী দলের আহ্বায়ক লালন মোল্লাসহ ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত সবার কাছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে বলেন, এ দেশের ১৬ কোটি মানুষের উপর জগদ্দল পাথর হিসাবে এ জুলুমবাজ সরকার চেপে বসেছে। এর হাত থেকে মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে।
এদিকে আজ সকালে রঘুনাথ বাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন। দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।