ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মার্কিন ও ব্রিটিশ কোম্পানি অধিগ্রহণে চীনা তহবিল বিনিয়োগ করছে গোল্ডম্যান শ্যাক্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

মার্কিন ও ব্রিটিশ কোম্পানি অধিগ্রহণে চীনা তহবিল বিনিয়োগ করছে গোল্ডম্যান শ্যাক্স

 মার্কিন ও ব্রিটিশ কোম্পানি অধিগ্রহণে চীনা তহবিল বিনিয়োগ করছে গোল্ডম্যান শ্যাক্স

পশ্চিমা সংস্থাগুলি কেনার জন্য চীনা সরকারের অর্থ বিনিয়োগ করছে গোল্ডম্যান শ্যাক্স। ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা সত্ত্বেও এই মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা কোম্পানিটি চীন তহবিল বিনিয়োগে পারদর্শিতা দেখাতে পেরেছে।

গোল্ডম্যান শ্যাক্স চীনের রাষ্ট্রীয় অর্থে একটি তহবিল গঠন করে ব্রিটিশ সরকারের জন্য সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া ছাড়াও বেশ কয়েকটি আমেরিকান এবং ব্রিটিশ কোম্পানি অধিগ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ওই তহবিলের কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল থাকা ব্যক্তিদের উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়েছে।

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক তীব্র মতপার্থক্য থাকার পরও গোল্ডম্যান ২.৫ বিলিয়ন ডলারের প্রাইভেট ইক্যুইটি ‘পার্টনারশিপ ফান্ড’ থেকে অর্থ ব্যবহার করে এ সাতটি চুক্তি করেছে।  ২০১৭ সালে চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশনের সঙ্গে গোল্ডম্যান শ্যাক্স এ তহবিল ব্যবহারে যৌথ উদ্যোগ নেয়।

২০০৭ সালে বিনিয়োগের জন্যে চীনা সরকারি তহবিল গঠন করাহয়। ২০২১ সালের শেষ দিকে এ তহবিলের আকার ছিল ১.৩৫ ট্রিলিয়ন ডলার। এ তহবিলের অর্ধেক সম্পদ ব্যক্তিগত ইকুইটিতে বিনিয়োগ করা হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময় মার্কিন  উদ্যোগে চীনা সরকারের তহবিল বিনিয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমিয়ে আনার চেষ্টা শুরু হয়। দুই দেশের মধ্যে বাণিজ্যি ভারসাম্যহীনতা নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের তহবিল বিনিয়োগে গ্লোবাল সাপ্লাই চেইন ট্র্যাকিং, ক্লাউড কম্পিউটিং, ড্রাগ টেস্টিং, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উৎপাদন ব্যবস্থা, ড্রোন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সহ বিভিন্ন খাত বেছে নেওয়া হয়।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে গোল্ডম্যান শ্যাক্স বলেছে এধরনের তহবিল একজন মার্কিন ম্যানেজার পরিচালনা করেন এবং এটি সমস্ত আইন ও প্রবিধান মেনে চলতে পরিচালিত হয়। মার্কিন এবং বিশ্বব্যাপী কোম্পানিগুলিতে এধরনের তহবিল বিনিয়োগ অব্যাহত থাকায় কোম্পানিগুলোর চীনের বাজারে তাদের পণ্য বিক্রি বৃদ্ধিতে সহায়তা করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি