ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাজ্যে সাত মিনিটে ক্যানসার চিকিৎসায় নতুন ইনজেকশন উদ্ভাবন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

যুক্তরাজ্যে সাত মিনিটে ক্যানসার চিকিৎসায় নতুন ইনজেকশন উদ্ভাবন

 যুক্তরাজ্যে সাত মিনিটে ক্যানসার চিকিৎসায় নতুন ইনজেকশন উদ্ভাবন

রয়টার্স থেকে জানা যায়, ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার (এমএইচআরএ) অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচএস) বিশ্বে প্রথমবারের মতো নতুন পদ্ধতিতে এ ওষুধ প্রয়োগ শুরু করবে। এরমাধ্যমে এনএইচএস প্রতি বছর কয়েকশ ক্যান্সার রোগীকে কম সময়ের মধ্যে চিকিৎসা সেবা দিতে পারবে। এতে করে এনএইচএস কর্মীদের সময় অনেক সাশ্রয় হবে।

মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটিজোলিজুমাব নামের একটি ওষুধ ব্যবহার করা হয়। আর এ ওষুধটি রোগীর শিরায় আইভি ডিপ্রের (স্যালাইন) মাধ্যমে দেওয়া হয়। এটি শরীরে প্রবেশ করাতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মতো সময় লাগে। নতুন এ ওষুধটি এখন থেকে আর স্যালাইনের মাধ্যমে না দিয়ে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হবে। আর এটি শরীরে প্রবেশ করাতে সময় লাগবে মাত্র ৭ মিনিট।

তবে যারা অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও নেন, তাদের ক্ষেত্রে এই টিকার ব্যবহার এখনই করা সম্ভব হবে না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে। সূত্র: দ্য গার্ডিয়ান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি