এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
হকি বিশ্বকাপ বাছাইয়ে জাপানকে হারালো বাংলাদেশ
বিশ্বকাপ বাছাই ‘ফাইভ এ সাইড’ এশিয়া হকিতে বৃহস্পতিবার জাপানকে ১০-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। পুরুষ হকি দল গত তিন ম্যাচেই হেরেছে। তবে চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেয়েছে।
এদিন ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় মিনিটই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য ৪-১ গোলের লিড নিয়েই মধ্য বিরতিতে যায়। পরের অর্ধে বাংলাদেশ আরো ৬ গোল করে ম্যাচ জিতে নেয়। দীন, সাইফুল তিনটি করে সারওয়ার ও আবেদ দুটি করে গোল করেন।
ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল অংশগ্রহণ করছে। নারী দল চ্যালেঞ্জার গ্রুপে তিনটি ম্যাচ জিতে অষ্টম হয়েছে। নারী দল দেশে ফেরার পথে রয়েছে। পুরুষ দল পড়েছে এলিট গ্রুপে। প্রথম তিন ম্যাচ হেরে অবশেষে জয়ের মুখ দেখল। রাতে আরেকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি