ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

গ্যাবনের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

গ্যাবনের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন

গ্যাবনের সদস্যপদ স্থগিত করল আফ্রিকান ইউনিয়ন

গ্যাবনে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সাবেক প্রধান ও সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগুয়েমা সোমবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। 

গ্যাবনের সামরিক অভ্যুত্থান ঘটে ৩০ আগষ্ট। পরের দিন বৃহস্পতিবার আফ্রিকান ইউনিয়ন দেশটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে। গ্যাবনের এ অভ্যুথান হল ২০২০ সালের পর পশ্চিম ও মধ্য আফ্রিকার অস্টম অভ্যুত্থানের ঘটনা।

গ্যাবনের অভ্যুত্থানের মধ্যদিয়ে বংগো পরিবারের ৬০ বছরের শাসনের অবসান ঘটেছে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও গ্যাবনের সামরিক নেতা তার ক্ষমতা সংহত করার চেষ্টা করে যাচ্ছেন।

গ্যাবনের বিরোধীদল এলিয়েন্স সামরিক জান্তার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। তবে দলটির প্রতিনিধি মাইক জকটেন বলেন, সামরিক অভ্যুত্থানের নেতাদের কাজ হবে অসম্পূর্ণ ভোট গণনা সম্পন্ন করা। তিনি বলেন, ভোট গণনা সম্পন্ন হলে দেখা যাবে যে, বিরোধী দলীয় নেতা আলবাট ওন্ডো জয়ী হবেন।

গত বুধবার ঘোষিত নির্বাচন ফলাফলে ওন্ডো দ্বিতীয় হয়েছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী বংগোকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপরই দেশটিতে ঘটে সামরিক অভ্যুত্থান।

গত বৃহস্পতিবার জান্তা এক বিবৃতিতে অভ্যন্তরীন ফ্লাইট পুণরায় চালু এবং সাংবিধানিক আদালতসহ কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রম পুণর্বহাল করার কথা ঘোষনা করেছে। তবে দেশটির স্থল ও আকাশ সীমা বন্ধ থাকবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি