ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

৬ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে রোমায় গেলেন বেলজিয়ামের লুকাকু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম

৬ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে রোমায় গেলেন বেলজিয়ামের লুকাকু

৬ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে রোমায় গেলেন বেলজিয়ামের লুকাকু

এক বছরের জন্য ধারে চেলসি থেকে রোমায় খেলতে যাওয়া নিশ্চিত করেছেন রোমেলু লুকাকু। গত বুধবার রোমায় বেলজিয়ান এই তারকাকে নায়োকোচিত ভাবে স্বাগত জানায় রোমা সমর্থকরা। 

রোমা যদিও এ ব্যপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কিন্তু সিরি-এ ক্লাব চুক্তির বিষয়টি সম্পন্ন হওয়া নিশ্চিত করেছে।

রোমের কিম্পনিয়ানো বিমানবন্দরে পৌঁছানোর পর লুকাকুকে স্বাগত জানায় হাজারো উচ্ছসিত সমর্থক। লুকাকুর আগমনে নতুন মৌসুমে রোমা নিজেদের এগিয়ে নিতে যেতে পারবে বলে সকলেই আশাবাদী। 


ইতালিয়ান গণমাধ্যমের দাবি প্রায় ৬ মিলিয়ন ইউরোতে লুকাকুর সাথে ধারের চুক্তি সম্পন্ন করেছে রোমা। গত মৌসুমের শেষে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকেই ইতালিয়ান জায়ান্টরা একজন স্বীকৃত স্ট্রাইকারের খোঁজে ছিল। লুকাকু আসাতে তাদের সেই জায়গা পূরণ হলো।

মাতে যাবার জন্য লুকাকু তার বেতন প্রায় ১১ মিলিয়ন ইউরো কমিয়ে সাড়ে সাত মিলিয়নে নামিয়ে এনেছে। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইনের অধীনে রোমাকে ট্রান্সফার মার্কেটে বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছে। এ কারনেই লুকাকু বেতন কমাতে বাধ্য হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি