ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান

 শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান

এশিয়া কাপে লড়ছে ছেলেদের দল। আর এরমধ্যেই শুরু হয়েছে নারী দলের সিরিজ। সবমিলিয়ে পাকিস্তানে চলছে যেন ক্রিকেটীয় উৎসব। আর সেই উৎসবে বেশ ভালোই দোল দিয়েছে পাকিস্তানের নারী ক্রিকেট দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে শেষ বলে হারিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের করাচিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে প্রোটিয়ারা। জবাবে ইনিংসের শেষ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

১৫১ রানের লক্ষ্যে ঠিকঠাক এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। ১৪তম ওভার শেষ হওয়ার আগেই শতক পূর্ণ করে দলটি। তখন ৩৮ বলে মাত্র ৫১ রান দরকার। হাতে রয়েছে ৬ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে বিষয়টি মামুলি ব্যাপার। কিন্তু এমন ম্যাচই কঠিন করে তোলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। তাতে জয়-পরাজয়ের জের টানার জন্য ২০তম ওভারের শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় দুদলকে। যেখানে শেষ হাসি ফোটে স্বাগতিকদের মুখে।
 
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন বিসমাহ মারুফ। দলের শতক পূর্ণ হলে তিনি ফেরেন রানআউট হয়ে। শুধু বিসমাহ নন, এ দিন আরও তিন ব্যাটার হতাশাজনক এই আউটের শিকার হয়েছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১টি উইকেট নেন মারিজান ক্যাপ।
 
এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের পক্ষে তাজমিন ব্রিটস করেন সর্বোচ্চ ৭৮ রান। ৬৪ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। যদিও তার এই অসাধারণ ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগেনি। দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হেরে সিরিজ শুরু করতে হয়েছে। সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি