ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

 দক্ষিণ আফ্রিকা যেন পাত্তাই পেল না অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন ম্যাচ সিরিজের প্রথমটি ১১১ রানে ও দ্বিতীয়টি ৮ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল অজিরা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। লক্ষ্য
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টায় দক্ষিণ আফ্রিকার ডারবানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে প্রোটিয়ারা। জবাবে ৩১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পন করেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলের কাছে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই পাত্তা পায়নি অ্যাডইন মার্করামের দল। ফলাফল ১১১ রানের বিশাল ব্যবধানে হার। অজিদের করা ২২৬ রানের বিপরীতে ১১৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
 
আর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নামলেও সেটি পূরণ হয়নি। এ দিন ১৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৭৯ রান করেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ৩৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৬৬ রান করেন ওপেনার ম্যাথিউ শর্ট। মূলত এই দুই ব্যাটারের রানেই ভর করে জয়ের লক্ষ্য অর্জন করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন অধিনায়ক এইডেন মার্করাম। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি